🎉 কৃতি শিক্ষার্থীদের সম্মানে গর্বের দিন! 🎉
আজ বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (SEDP) আওতায় পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI) স্কিমের অধীনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 🌟
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের প্রিয় ও প্রাজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার জনাবা রুমানা আফরোজ মহোদয়।
🔹 বিশেষ গর্বের বিষয়, অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব (পরিকল্পনা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জনাব সৈয়দ মামুনুল আলম মহোদয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
✅ SEDP, শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানবিদ (সহকারী অধ্যাপক) জনাবা মাহবুবা খানম,
✅ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খন্দকার আমিনুল ইসলাম।
📚 এই অনুষ্ঠান শুধু পুরস্কার প্রদানের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না — এটি ছিল আমাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতি সম্মান জানানোর একটি অনন্য উদ্যোগ। তাদের এই সাফল্য আমাদের সকলের গর্ব এবং ভবিষ্যতের জন্য আশার আলো।
আসুন, আমরা সবাই মিলে আমাদের শিক্ষার্থীদের এই অর্জনকে উদযাপন করি এবং তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাই। 🌿✨
https://dainikekattorsangbad.com/বাকেরগঞ্জে-এসইডিপি-এর-পা/
https://alokitoprovat.com/2025/07/29/8083
https://surl.li/eduajl
https://www.facebook.com/share/p/1BvaHvRjzc/
https://www.facebook.com/share/v/19S9rdMMty/?mibextid=wwXIfr
https://www.facebook.com/share/v/19KaYDeSxq/?mibextid=wwXIfr
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস